• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

    হাসান জাবেদ ,আশুগঞ্জ,ব্রাহ্মণবাড়িয়ার ঃ | রবিবার, ১৮ জুন ২০১৭

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে স্কুল ও কলেজ পর্যায়ের শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ৪ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু আসিফ আহমেদ,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ,ভাইস চেয়ারম্যান হাজী মো. আমির হোসেন,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবর রহমান,প্রমূখ।আলোচনা সভা শেষে উপজেলা বিভিন্ন স্কুল ও কলেজের শতাধীক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে এককালীন ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।একই অনুষ্ঠানে দরিদ্র উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে এডিবির অর্থায়নে ২২ নারীকে সেলাই মেশিন এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে সদর ও চরচারতলা ইউনিয়ন পরিষদকে ময়লা আবর্জনা পরিস্কার করার জন্য ৮টি ভ্যান গাড়ী বিতরন করা হয়েছে।এর আগে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান উপজেলা পরিষদের ডিজিটাল হলরুমের উদ্বোধন করেন।

    19113691_466381437029848_744743623425878853_n

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম