• শিরোনাম

    আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

    সিবিবার্তা অনলাইন ডেস্কঃ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭

    আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

    বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার বিকালে গণভবনে আনোয়ারার হাতে এই চেক তুলে দেন তিনি। এ সময় আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি উপস্থিত ছিলেন।

    আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে তিনি লড়েছিলেন জীবনবাজি রেখে। জীবন সায়াহ্নে এসে তিনি প্যারালাইজড হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

    বর্তমানে তিনি রাজধানীর বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার প্রতিদিনের চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে অনেক টাকা। কিন্তু স্বামীর চিকিৎসার জন্য এত অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছেন আনোয়ারা ও তার পরিবার।

    সম্প্রতি অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। সংবাদটিতে বলা হয়, তিনি সাহায্য চান না, মুক্তিযোদ্ধা স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান। আর এই পাওনা টাকার জন্যই দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

    গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এ সংবাদ দেখার পর আনোয়ারার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন শেখ হাসিনা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম