• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ॥

    আশুগঞ্জ প্রতিনিধি বাবুল সিকদারঃ | শনিবার, ১৩ মে ২০১৭

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ॥

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাত্র সমাজ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । শুক্রবার বিকালে আশুগঞ্জ শ্রম কল্যাণ হল রুমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজাদুর রহমান স্বপন,আহবায়ক, জাতীয় ছাত্র সমাজ, আশুগঞ্জ উপজেলা এর সভাপতিত্বে এবং রাসেল আহমেদ, যুগ্ম আহবায়ক,জাতীয় ছাত্র সমাজ,আশুগঞ্জ উপজেলা উপস্থাপনায় আজাদুর রহমান স্বপন প্রথম অধিবেশন সমাপ্ত করে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের তালিকা পাঠ করেন- বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মাষ্টার, আহবায়ক,আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, আশিকুর রহমান অমিতকে সভাপতি, আরশ সরকারকে সিঃ সহ সভাপতি,রফিকুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক ও খন্দকার নিজামুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আশুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের নতুন কমিটি ঘোষনা করেন। এতে প্রধান অতিথি -জহুরুল ইসলাম-আহবায়ক-আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারাজ সিকদার-সদস্য সচিব-আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। হাজী কবির উদ্দিন খন্দকার-সদস্য- জেলা জাতীয় পার্টি। আব্দুর রউফ-যুগ্ম আহবায়ক, আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।কামাল মুন্সী, যুগ্ম আহবায়ক, আশুগঞ্জ উপজেলা জাতীয় পাটি,আব্দুর রহমান আব্দুল্লাহ,আহবায়ক-জাতীয় যুবসংহতি আশুগঞ্জ উপজেলা শাখা, জামাল মিয়া,সদস্য সচিব, আশুগঞ্জ উপজেলা জাতীয় পাটি, রিপন আহমেদ,সভাপতি-আশুগঞ্জ বন্দর জাতীয় পার্টি, হেলাল খান, সাধারণ সম্পাদক, আশুগঞ্জ বন্দর জাতীয় পার্টি বক্তব্য রাখেন- সেলিম আনসারী,সাধারণ সম্পাদক, সদর ইউনিয়ন,জাতীয় পার্টি,আশুগঞ্জ, আরো বক্তব্য রাখেন- ডাঃ আক্তার হোসেন,সিঃ সহ সভাপতি-তারুয়া ইউপি,জাতীয় পার্টি। মলাই মিয়া, শ্রমিক পার্টির নেতা, আশুগঞ্জ উপজেলা,নাছির উদ্দিন,সভাপতি, লালপুর ইউনিয়ন জাপা, মনির হোসেন,শরীফপুর ইউপি জাপা, নাছির উদ্দিন,সাধারণ সম্পাদক,তালশহর ইউপি,জাপা,উজ্জল আহমেদ, যুগ্ম আহবায়ক,আশুগঞ্জ উপজেলা ছাত্র সমাজ,কে.এম আল সাকি, যুগ্ম আহবায়ক,আশুগঞ্জ উপজেলা ছাত্র সমাজ,রফিকুল ইসলাম ছাত্র নেতা,আশিকুর রহমান-আমিন,আরশ সরকার,জসিম উদ্দিন ও খায়রুল সরকার, উপজেলা যুবসংহতি নেতা,আশুগঞ্জ। বক্তারা তাদের বক্তব্যে বলেন পল্লীবন্ধু হোসাইন মোঃ এরশাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসংশা তুলে ধরেন এবং বর্তমানে জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে জাতীয় পার্টি নির্ভিকভাবে এগিয়ে যাওয়ার কথাও বলেন বক্তারা।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম