• শিরোনাম

    আশুগঞ্জে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবিতে মানববন্ধন

    বাবুল সিকদার আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ | বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭

    আশুগঞ্জে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবিতে মানববন্ধন

    ৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১১ টায় উপজেলা নবনির্মিত আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সহ¯্রাধীক লোকজন অংশগ্রহন করেন।

    জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক মো. মোবারক আলী চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহীন শিকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন বাদল, উপজেলা কমিউনিষ্ট পার্টি নেতা শফিকুর রহমান, উপজেলা ট্রেড ইউনিয়নের সভাপতি বাহারুল ইসলাম মাস্টার, উপজেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জোসনা চৌধূরী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোশারফ মুন্সি, যুবলীগ নেতা ইলিয়াছ ও ছাত্রলীগ নেতা তানভির হাসান প্রমূখ।

    মানববন্ধনে বক্তারা ৩০ নভেম্বরের মধ্যে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা চালুর দাবি জানান। অন্যথায় হাসপাতালের মূল ফটকে তালু ঝুলিয়ে দেয়া হবে বলে জানান। এছাড়াও বেঁেধ দেওয়া সময়ে স্বাস্থ্য সেবা চালু করা না হলে আশুগঞ্জে সর্বাত্বক হরতালসহ বিভিন্ন আন্দোলনের হুমকী দেন বক্তারা।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম