• শিরোনাম

    আমিন কমপ্লেক্সের ডাক্তারদের চেম্বারগুলোতে দালালদের দৌড়াত্বে

    রোগীদের দূভোগ দেখার মত কেউ নেই।

    মোঃআজহার উদ্দিনঃ | শনিবার, ১৩ মে ২০১৭

    রোগীদের দূভোগ দেখার মত কেউ নেই।

    ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় পাইকপাড়ায় অবস্থিত আমিন কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ডাক্তারদের চেম্বারগুলোতে চিহ্নিত দালালদের দৌড়াত্বে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। কিছু সংখ্যক যুবক ডাক্তারদের চেম্বারের বাহিরে রোগী ও রোগী আত্মীয় স্বজনকে বিভ্রান্তি সৃষ্টি করে শত শত টাকা হাতিয়ে নিচ্ছে। পাশাপাশি একই স্থানে চুরি, পকেটমার ও প্রতারণা বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১২.০০ ঘটিকার দিকে চিহ্নিত দালাল কাজীপাড়াস্থ সরকার পাড়া নিবাসী মোঃ রাব্বি সিনতিয়া নামের বিকেলের টিকেট নাম্বারাট ৮৬ সিরিয়ালের রোগীর সাথে প্রতারণা কালে জনতার হাতে ধরা পড়লে জনতা তাকে উৎসুক জনতা গণধোলাই দেয়। পরিস্থিতির স্বীকারে রাব্বির নামের ঐ দালাল দুরে গিয়ে তার সরকার পাড়া মহল্লায় খবর দিলে চিহ্নিত সন্ত্রাসী (থানায় ছবি ঝুলানো) আবেদ তাৎক্ষনিক কিছু লোকজন নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হয়। এসময় আমার শুরু হয় হাতাহাতি। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়। দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলতে থাকলে ও দেখার কেউ নেই। এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া বলেন এখানে ভেজাল সৃষ্টিকারী হাসপাতালের বা আমাদের ডাক্তারদের কোন ষ্টাফ নয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম