• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার

    বাসুদেব ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১।। আহত -১০

    সিবি রিপোর্টারঃ | শুক্রবার, ২৬ মে ২০১৭

    বাসুদেব ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১।। আহত -১০

    গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দুইপক্ষের সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে  ১ জন নিহত ও অন্তত -১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ মে বৃহস্পতিবার দুপুর ১১টায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের রাহাত ও রউফ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে  বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জামাল মিয়া দুবলা গ্রামের হিম্মত আলীর ছেলে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত -১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বেলা ১ টায় লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে যে কোন বিশৃঙ্খল ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

    এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঈনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় জামাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    18622485_423206601384070_3577810251322539653_n

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম