• শিরোনাম

    বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পৌর মেয়র শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা করেছে

    সিবিবার্তা প্রতিনিধিঃ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭

    বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে পৌর মেয়র শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা করেছে

    গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহা অষ্টমী পূজায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি, কালভৈরব মন্দির, রায় সাহেব বাড়ি, রাধামাধব মন্দির সাবর্জনীন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর।

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চেম্বার অব কমার্স’র উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ পাল, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা মুজিব, আনন্দময়ী কালিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদর্শন সাহা, ট্রাষ্টিবোর্ড সভাপতি প্রানতোষ পাল, প্রদীপ কুমার দেব, রনজিৎ কুমার রায়, বিভাষ চন্দ্র রায়, কালভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদ নেতা পরিতোষ রায়, পলাশ ভট্টাচার্য্য, প্রণব ভট্টাচার্য্য, বিজয় রায়, রাধামাধব মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজন পাল, সাধারণ সম্পাদক এডঃ রিপন কুমার সূত্রধর, রানা কুমার দাস, আসিফ ইকবাল খান, সুমন সাহা, আরিফুল ইসলাম, লিটন কুমার দেব, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এ সময় পৌর মেয়র মিসেস নায়ার কবীর বলেন,  শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা করেছে। শারদীয়া দূর্গা পূঁজায় সনাতন ধর্মের মানুষের সর্বোচ্চ নিরাপত্তার সাথে ব্যাপক উৎসব আমেজে তাদের ধর্মীয় কর্মকান্ড পালন করছে। এ সময় তিনি শান্তিপূর্ণভাবে উৎসব আমেজে পূজা উদযাপনের আহবান জানান।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম