• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭

    ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযান

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এএসআই ছাইম সরকার, সঙ্গীয় কং/৯৪১ মোঃ আলী হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সিএনজি চোর মোঃ রাসেল মিয়া (২৮), পিতা-নুরু মিয়া, সাং-ভাদুঘর (ভূইয়াপাড়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। উজ্জল মিয়া (২০), পিতা- চুন্নু মিয়া, সাং- সরারচর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-সাং-ভাদুঘর (ভূইয়াপাড়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে চোরাই অটোরিক্সা সিএনজি সহ অত্র থানাধীন রামরাইল বাজার বাস ষ্ট্যান্ডে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে থেকে গ্রেফতার করেন। উক্ত চোরাই অটোরিক্সা সিএনজি উদ্ধার সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রহিয়াছে। গ্রেফতারী পরোয়ানার ৭ জন আসামী গ্রেফতারব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই/ নারায়ন চন্দ্র দাশ সঙ্গীয়, এসআই/মিলন মিয়া, এসআই/আজাদুর রহমান, এএসআই/রাসেল মিয়া, এএসঅআই/সাহিদুল ইসলাম, এএসআই/শামীম সরকার, এএসআই/সুকান্ত মজুমদার, এএসআই/শামীম আল মামুন ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৯/১৭ইং তারিখ দিবাগত রাত্রে অত্র থানা এলাকার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানার আসামী ১। মোঃ সানাউল্লাহ রবিন, পিতা- আব্দুর রউফ, সাং- ১৮৩৩ জগত বাজার, পানপট্টি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে সিআর-১৩৫১/১৭, ২।মোঃ রবি মিয়া(৫০), ৩। মোঃ রমজান মিয়া(৪৫), ৪। শফিকুল ইসলাম(৩৮), সর্বপিতা-রৌশন আলী, সর্বসাং- পূর্ব মেড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াগনকে সিআর-২৮/১৬, ৫।আবুল কালাম(২১), পিতা- জারু মিয়া, সাং- উলচাপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর- ৭৫০/১৬, ৬। শাহ আলম(৩০), পিতা- মৃত ওয়াজ আলী, সাং- সেন্দ, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর- ১৩১১/১৩, ৭। মজিবুর রহমান(৪৫), পিতা- আঃ সামাদ, সাং- দারমা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে জিআর-২৯৩/১৫, মূলে গ্রেফতার করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
    ২ জন ডাকাত গ্রেফতারব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এএসআই/শামীম  সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৯/১৭ইং তারিখ দিবাগত রাত্রে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া থানার মামলা নং-৩০, তাং-১১/০৮/১৭ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এর আসামী (ডাকাত) ১। শাহ আলম(৩০), পিতা- মৃত ওয়াজ আলী, সাং-সেন্দ, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া ২। আসামী (ডাকাত) মোঃ ইলিয়াছ(৩৫), পিতা-শুক্কুর আলী মিয়া, সাং-বিষ্ণতারা, থানা- সরাইল, বর্তমানে-পূর্বমেড্ডা, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে অত্র থানাধীন সেন্দ এলাকা থেকে গ্রেফতার করে। উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম