• শিরোনাম

    ব্রাহ্মনবাড়ীয়ায় ঢাকাগামী আন্তঃনগর তুর্না নিশীথা এক্স প্রেস এর চারটি বগি লাইনচ্যুত! হতাহতের খবর পাওয়া যায়নি।

    সিবিবার্তা ডেস্কঃ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭

    ব্রাহ্মনবাড়ীয়ায় ঢাকাগামী আন্তঃনগর তুর্না নিশীথা এক্স প্রেস এর চারটি বগি লাইনচ্যুত! হতাহতের খবর পাওয়া যায়নি।

    গতকাল  সোমবার ভোর রাতে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা তূর্না নিশীথা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মনবাড়ীয়া ষ্টেশনে লাইনচ্যুত হয়।

    স্টেশনমাস্টার জনাব মোঃ সোহেব জানান, ট্রেনটি ষ্টেশন থেকে ছেড়ে ১ ম সিগনাল পার হয়ে ২ য় আউটার সিগনাল পার হওয়ার সময় ক্রসিং পয়েন্টে গিয়ে ৪ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে, এতে প্রচন্ড ঝাকুনি লাগে তবে গতি কম হওয়ায় জানমালেরর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,

    পরে সকালের দিকে দূর্ঘটনা কবলিত ৪ টি বগি বাদ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়,

    প্রতিবেদন লেখা পর্যন্ত খবর নিয়ে জানা যায় তূর্না নিশীথা ট্রেনটি নিরাপদেই ঢাকা কমলা পুর ষ্টেশনে পৌছে গেছে, আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ক্রেন এসে দূর্ঘটনা কবলিত ৪ টি বগি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

    তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি, বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম