• শিরোনাম

    ‘প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে’

    নিজস্ব প্রতিবেদক : | বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭

    ‘প্রাকৃতিক দুর্যোগ না হলে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে’

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।

    বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কের যানজট পরিস্থিতি ও রাস্তা সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

    সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমাদের অনেক গুম হওয়া নেতাকর্মীর পরিবার এখনো তাদের খুঁজে বেড়াচ্ছে। কিন্তু খঁজে পায় না। রক্তে রক্তে বাংলাদেশ, খুনে খুনে খুনের দড়িয়া হয়ে গিয়েছিল বিএনপির আমলে। তাদের মুখে খুন গুমের কথা শোভা পায় না। বিএনপির মুখে গুম খুন এটা হাস্যকর বলেও মন্তব্য করেন মন্ত্রী।

    এসময় মন্ত্রীর সাথে ছিলেন হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি. এ.কে.এম. নাহীন রেজা।

    এদিকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ঈদে ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের প্রায় ১১০০ পুলিশ সদস্য, ৭০০ আনসার ভিডিপি, ডিবি পুলিশ, বেশ কয়েকটি হোন্ডা টিম ২৪ ঘন্টা কাজ করবে বলে তিনি জানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম