• শিরোনাম

    আমি ব্রাহ্মণবাড়িয়ার অংশ- ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র গ্রিন ব্রাহ্মণবাড়িয়া প্রজেক্ট উদ্ভোধনী অনুষ্টানে – পুলিশ সুপার ।

    সিবিবার্তা ডেস্কঃ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

    আমি ব্রাহ্মণবাড়িয়ার অংশ- ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’র গ্রিন ব্রাহ্মণবাড়িয়া প্রজেক্ট উদ্ভোধনী অনুষ্টানে – পুলিশ সুপার ।

    ******আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি পরিচ্ছন্ন ও দূষণ মুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ি *******
    এই শ্লোগানকে বুকে ধারণ করা এক ঝাঁক তরুণ তরুনীর সমন্বয়ে গড়া সামাজিক সংগঠন “ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ { ক্লিন ব্রাহ্মণবাড়িয়া’ই গড়বে – গ্রিন ব্রাহ্মণবাড়িয়া } এই শ্লোগান বাস্তবায়নের লক্ষে আজ ১৫ই অক্টোবর রবিবার – সদর উপজেলার উড়শীউড়া – ফুলবাড়িয়া সড়কের দু-ধারকে সবুজায়ন করতে – সংগঠনের উপদেষ্টা –আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ-সোপানুল ইসলাম সোপান স্যারের সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়ক – সোহান মাহমুদ এর সঞ্চালনায় –পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া উনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের উদ্যোক্তা –আবু বকর সিদ্দিক, উক্ত উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । ব্রাহ্মণবাড়িয়ার জনবান্ধব ও মাদক বিরুধী পুলিশ সুপার –মিজানুর রহমান পিপিএম{বার} এই অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি –আল আমিন শাহিন, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান –আল আমিন হক পাভেল, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা – মোঃ নবীর হোসেন , উক্ত অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে – পুলিশ সুপার বলেন—আপনি আমি যে জেলাতেই জন্ম গ্রহণ করি না কেন – চাকরীর সুবাদে আমরা যেখানেই যায় – সেই জেলাকে আমরা সবাই যেন নিজের জেলা মনে করি – তা হলেই এই জেলার মানুষকে আমরা আপন করে নিতে পারব – এবং জেলা বাসি ও আমাদের সবাইকে আপন করে নিবে যেমন ব্রাহ্মণবাড়িয়া – আমি ব্রাহ্মণবাড়িয়ার অংশ । এই জেলার প্রতিটি মানুষ আমার আপনজন । তিনি স্থানীয় অভিবাবকদের উদ্দ্যেশ্য করে বলেন আপনার সন্তানকে পড়ালেখার পাশাপাশি এই সমস্ত সামাজিক সংগঠনের যুক্ত করে দিন দেখবেন একদিন ওরাই সোনার বাংলা গড়বে । বাঙ্গালী প্রচেষ্টা করলেই অর্জিত হয়ে যায় । ৪ কোটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপ[শি সমাজ সেবায় নিয়োযুক্ত করুন বদলে যাবে সমাজ বদলে যাবে দেশ ।

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি –আল আমিন শাহিন, মাছিহাতা ইউনিয়নের চেয়ারম্যান –আল আমিন হক পাভেল, বিজি এম ই এ –এর সদস্য – সোহেল রানা মামুন , আল ফালাহ মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপক-গোলাম মোস্তফা,মাছিহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক- সোলাইমান ভূঁইয়া, লাল সবুজ সংঘের – রুবেল হোসেন মনির , স্বপন দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়ার কণ্ঠ ডট কম এর সম্পাদক ও মানব কল্যাণ নবীন সংঘ এর সাধারণ সম্পাদক – মোঃ মাহফুজুর রহমান পুষ্প , বাউনবাইরার কথা’র এডমিন- মারুফ ভূঁইয়া, ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া’র সাধারণ সম্পাদক- পংকজ ভৌমিক, অনুষ্ঠানে বক্তারা ক্লিন ব্রাহ্মণবাড়িয়া ‘ সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের ভূয়িসী প্রশংসা করেন

    –শেষে সংগঠনের উপদেষ্টা –আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ-সোপানুল ইসলাম সোপান স্যারের দিক নির্দেশনা মূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তির শেষে প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার –মিজানুর রহমান পিপিএম{বার} গাছের চারা রোপনের মাধ্যমে ক্লিন ব্রাহ্মণবাড়িয়া – সংগঠনের গ্রিন ব্রাহ্মণবাড়িয়া প্রজক্টের শুভ উদ্ভোধন করেন ।

    এ সময় উক্ত অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মানব কল্যাণ নবীন সংঘের –সহ সম্পাদক- মোঃ ফরহাদ খান, মোঃ রফিকুল ইসলাম, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার –কো ফাউন্ডার রাজিব, এস এম মুছা, রামিম , রাফসান, জিহাদ, ও সদস্য- নাদিম, দুর্জয়, রেজাউল, নাঈম, নিলয়, বাতেন, সামিরুল, রাশেদ, তাইবুর, কিবরিয়া, সাব্বির, নাজমুল, রাহিম, প্রিয়ম, তানজিলা, নুসরাত, জারা, ইমা, মামুন, আজিম , সাইফুল, তারেক বাপ্পি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম