• শিরোনাম

    গবেষণায় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে: ঢাবি উপাচার্য

    সিবি শিক্ষাঃ | সোমবার, ২৯ মে ২০১৭

    গবেষণায় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে: ঢাবি উপাচার্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে গবেষণায় সর্বদা বস্তুনিষ্ঠতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

    রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (সিএআরএএসএস) এ আট দিনব্যাপী গবেষণা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    উপাচার্য বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো গতিশীল হউক। দেশের কল্যাণার্থে গবেষণা কাজ এগিয়ে যাক। গবেষণায় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। নীতি-নৈতিকতা মেনে চলতে হবে। কোন বিষয়ে তথ্য সংগ্রহের সময় সব পক্ষের মতামত নিশ্চিত করতে হবে। যে কোন বিষয়ে বিরুদ্ধ মত থাকতে পারে। এক্ষেত্রে কারও পক্ষে বা বিপক্ষে না থেকে নিরপেক্ষ থাকতে হবে।

    অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৩ জন তরুণ গবেষকের হাতে সনদ তুলে দেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সেন্টারের পরিচালক অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিনেট সদস্য অধ্যাপক আবুল মনসুর আহমেদ, সেন্টারের গবেষণা ফেলো তৌহিদুল হাসান নিটোল প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম