• শিরোনাম

    ভেঙে পড়ল জবির শতবর্ষী কৃষ্ণচূড়াটি

    জবি প্রতিনিধিঃ | শুক্রবার, ১৯ মে ২০১৭

    ভেঙে পড়ল জবির শতবর্ষী কৃষ্ণচূড়াটি

    ঝড় নেই, বৃষ্টি নেই হঠাৎ করেই উপড়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শান্তচত্বরে সগৌরবে দাঁড়িয়ে থাকা বিশালাকৃতির শতবর্ষী কৃষ্ণচূড়া বৃক্ষটি। এতে কেউ হতাহত না হলেও গাছের পাশে রাখা দুইটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
    শিক্ষার্থীদের ধারণা, মাটির ভিতরে শেকড় না থাকায় এবং গাছটির ডালপালা বেশি হওয়ায় বৃষ্টিতে অনেক ভারী হয়ে উপড়ে গেছে। যদি বৃক্ষটি উত্তর দিকে বা পশ্চিম দিকে শহীদ মিনার বরাবর অথবা নতুন বিল্ডিং বরাবর কিংবা ভাষা শহীদ রফিক ভবন বরাবর উপরে যেত তবে শিক্ষার্থীতে পরিপূর্ণ এই প্রিয় ক্যাম্পাস না জানি কত মেধাবীর রক্তে রঞ্জিত হত। বৃক্ষটি নতুন বিল্ডিং ও রফিক ভবনের মাঝের দক্ষিণ দিকে ফাঁকা জায়গা বরাবর উপড়ে পড়েছে।
    এক প্রতক্ষদর্শী বলেন, আমরা গাছের নীচে বন্ধুরা বসে আড্ডায় মেতে ছিলাম। হঠাৎ দুই তিন মিনিটের ব্যবধানে গাছটি পড়া শুরু করলো সরে গিয়ে জীবনটা রক্ষা হলো। আজ প্রাণে বেঁচে গেলাম।
    উল্লেখ্য শতবর্ষী এ গাছটির বয়স বিশ্ববিদ্যালয়ের বয়সের সমানই, যে গাছটি সাক্ষী হয়ে ছিল সেই জমিদার আমল থেকে আজকের এই দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম