• শিরোনাম

    মাদক সেবনের অভিযোগে ঢাবির ৫ শিক্ষার্থী আটক

    সিবিবার্তা শিক্ষা ডেস্কঃ | শনিবার, ০৮ জুলাই ২০১৭

    মাদক সেবনের অভিযোগে ঢাবির ৫ শিক্ষার্থী আটক

    মাদক সেবনের অভিযোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীসহ ২৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

    গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ২৬ জনকে আটক করা হয়।

    আটকদের মধ্যে সাতজনের নাম জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন ঢাবির সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুজন সরকার, আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রেজোয়ানুল হক চৌধুরী, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আরিফুল ইসলাম ও নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের স্নাতকোত্তরের ছাত্র ফয়সাল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রাব্বি, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি ভূঁইয়া।

    আটক অন্যদের সবাই অছাত্র বলে জানিয়েছে শাহবাগ থানার একটি সূত্র।

    এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে নিষেধাজ্ঞা থাকলেও ওই ২৬ জন সেখানে প্রবেশ করে মাদক সেবন করছিল। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে।

    ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বলেন, ‘আটকদের মধ্যে পাঁচজন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম