• শিরোনাম

    আখাউড়ায় মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসায়ীদের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার ঘোষনা – স্থানীয় প্রশাসনের।

    আশ্রাফুল মামুন | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭

    আখাউড়ায় মাদকবিরোধী সমাবেশে মাদক ব্যবসায়ীদের বাড়ি ঘর গুড়িয়ে দেওয়ার ঘোষনা – স্থানীয় প্রশাসনের।

    ৮ ই মার্চ শনিবার অত্র উপজেলার শেষ সীমান্তবর্তী গ্রাম বাউতলায় এবং পৌর শহরের তারাগন গ্রামে পৃথক দুটি মাদক ও জঙ্গি বিরোধী সভা নাগেছেঅনুষ্ঠিত হয়। স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা এই সময় বক্তৃতায় ঘোষনা করেন আজ থেকে যদি এই এলাকায় এক বোতল মাদক পাওয়া যায় এবং কেউ যদি মাদক পাচার করে আর প্রমান পাওয়া যায় তাহলে জনগন কে সাথে নিয়েই ঐ মাদককারবারীর বাড়ি ঘর ও স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এ ব্যপারে কোন মানবাধিকারের দোহাই কিংবা সাফাই গাওয়া গ্রহনযোগ্য হবে না। উক্ত মাদকবিরোধী সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শামসূজ্জামান, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোশারফ হোসেন তরফদার, সভাপতিত্ব করেন মোগড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ মনির উদ্দিন মনির।

    এবং সভায় অংশ্রগ্রহন করেন অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ

    প্রসংগতঃ ব্রাক্ষনবাড়ীয়া জেলা পুলিশের এসপি জনাব মিজান রহমান (পিপিএম বার) কতৃক মাদক দমনের কঠোর হুশিয়ারীর পর আখাউড়া প্রশাসন কোমর বেধেই মাঠে নেমেছে, এ পর্যন্ত বিশেষ অভিযানে শতাধিক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে এবং দেলোয়ার হোসেন দেলু ও মোঃ রহিজ উদ্দিন নামে দুই জন মাদক সম্রাট পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম