• শিরোনাম

    আখাউড়ায় আজ থেকে শুরু হচ্ছে খরমপুর শাহপীর কল্লা শহীদ মাজারে ৭ দিনব্যাপী ওরশ

    সিবিবার্তা রিপোর্টঃ | বুধবার, ০৯ আগস্ট ২০১৭

    আখাউড়ায় আজ থেকে শুরু হচ্ছে খরমপুর শাহপীর কল্লা শহীদ মাজারে ৭ দিনব্যাপী ওরশ

    আজ ৯ আগস্ট  বুধবার থেকে শুরু হচ্ছে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খরমপুরে অবস্থিত শাহ সৈয়দ আহমেদ গেছু দারাজ (রহ.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের ৭দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরস।

    জানা যায়, আজ বুধবার থেকে শুরু হওয়া ওরস আগামী ১৪ আগস্ট রাতে বিশেষ মোনাজাত ও ১৬ আগস্ট আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হবে। ইতিমধ্যে ওরস উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কমিটি ও ওরস উদযাপনে জড়িত পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে।

    আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। নিরপত্তার স্বার্থে মাজার ও এর আশপাশের এলাকায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। যে কোন বিশৃঙ্খলা এড়াতে ক্লোজ সার্কিট ক্যামেরার কন্ট্রোল রুম থেকে পুরো মাজার এলাকায় কে কোথায় কোন বিশৃঙ্খলতা সৃষ্টি করছে তা তদারকি করে সাথে সাথেই আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম