• শিরোনাম

    বাঁচতে চায় ঢাবির মেধাবী ছাত্র সাদির

    | বুধবার, ১০ আগস্ট ২০১৬

    বাঁচতে চায় ঢাবির মেধাবী ছাত্র সাদির

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’। মানুষের সম্মিলিত সহায়তায় বেঁচে যেতে পারে কারও জীবন।

    হৃদয়বান মানুষের এমন সাহায্যে বেঁচে থাকতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী ছাত্র সাদির হোসেন।

    সাদির হোসেন ঢাবির নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। একের পর এক অপারেশনের খরচ জোগাতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। সাদিরের বাড়ি কুমিল্লা।

    গত বছর সাদিরের এপেন্ডিক্স ধরা পড়ে এবং তা ব্লাস্ট হয়ে যায়। যে কারণে তিনবার (৭ জুন, ১১ জুন এবং ২৩ অক্টোবর) তার অপারেশন করতে হয়।

    তিনবারের অপারেশনে প্রায় ছয় লাখ টাকা খরচ হয়। ধার করে তার কৃষক বাবা এই অপারেশনগুলোর খরচ বহন করেন।

    এখানেই শেষ নয়, বিপদ যেন সাদিরের পিছু ছাড়ে না। নতুন করে তার হার্টের সমস্যা দেখা দিয়েছে। ‪‎হার্টের বাল্ব নষ্ট‬ হয়ে গেছে সাদিরের। যা অতি দ্রুত প্রতিস্থাপন করা দরকার। বাল্ব প্রতিস্থাপনের জন্য প্রায় ছয় লাখ টাকা প্রয়োজন।

    সাদিরের বাবার পক্ষে এই মুহূর্তে তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব না। গত এক বছর ধরে নিয়মিত চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তার পরিবার এখন প্রায় নিঃস্ব।

    চিকিৎসার টাকার চিন্তায় সাদিরের বাবা-মা এখন দিশেহারা। তারা চান সমাজের বিত্তবানদের সহায়তায় তাদের সন্তান সু্স্থ হয়ে উঠুক।

    তাই সাদিরের জীবন বাঁচাতে দেশে এবং দেশের বাইরে যারা হৃদয়বান ও বিত্তশালী রয়েছেন তাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।

    সাহায্য পাঠানোর ঠিকানা:
    ডাচ-বাংলা ব্যাংক : Name: Md. Sadir Hosaain, AC No. 226.151.89514
    ডাচ-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং : Name: Md. Sadir Hosaain AC. No. 018154971130

    বিকাশ: 01815497113

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম