• শিরোনাম

    ঢাকাস্থ আফগানিস্তানের রাষ্ট্রদূত’র সাথে সার্ক মানবাধিকারের মহাসচিব’র সৌজন্য সাক্ষাৎ

    জাহিদ শিকদার (নিজস্ব প্রতিনিধি) | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

    ঢাকাস্থ আফগানিস্তানের রাষ্ট্রদূত’র সাথে সার্ক মানবাধিকারের মহাসচিব’র সৌজন্য সাক্ষাৎ

    ঢাকাস্থ আফগানিস্তান’র রাষ্ট্রদূত জনাব আব্দুল রহিম উরাজ ” এর সাথে সৌজন্য সাক্ষৎ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব দক্ষিণ এশিয়ার মানবাধিকার নেতা অধ্যাপক মাওলানা আবেদ আলী ঢাকার একটি অভিজাত হোটেলে সম্প্রতি সৈজন্য সাক্ষৎ করেন।

    সাক্ষাত কালে বাংলাদেশের মানবাধিকার বিষয় নিয়ে কথা হয়।  অধ্যাপক আবেদ আলী বলেন- সার্ক ভুক্তদেশ সমুহের মধ্যে আফগানিস্তানের  মানবাধিকার পরিস্তিতি অত্যন্ত নাজুক যা দক্ষিণ এশিয়ার জন্য উৎবেগের বিষয়। বাংলাদেশে অন্য যে কোন সময়ের তোলনায় মানবাধিকার পরিস্তিতি অনেক ভাল তবে এর দ্বারাবাহিকতা রক্ষায় সরকারকে আরো সজাগ দৃষ্টি রাখা উচিৎ।

    এ সময় রাষ্ট্রদূতকে সার্ক মানবাধিকারের কার্যক্রম বিষয়ে অবহিত করা হয়। রাষ্ট্রদূত জনাব উরাজ  মহাসচিব আবেদ আলীকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্তিতি পর্যবেক্ষনের আমন্ত্র যানান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম