• শিরোনাম

    যুক্তরাজ্যে ব্রাম্মনবাড়ীয়া কমিউনিটি ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সিবিবার্তাঃ | শুক্রবার, ১৬ জুন ২০১৭

    যুক্তরাজ্যে ব্রাম্মনবাড়ীয়া কমিউনিটি ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    যুক্তরাজ্যে ব্রাম্মনবাড়ীয়া কমিউনিটি ইউকে এর উদ্দ্যো‌গে গত রবিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত লন্ডন ইস্কুল অব কর্মাস এন আইটিতে এক ইফতার ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি স্বপন রায় এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহ্ মো: ইব্রাহিম মিয়ার পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো: নুরুল আমিন সজল। ইফতার মাহফিলে অন্যাননের মাঝে আ‌রো উপস্থিত ছিলেন, এলএসসিআই কলেজের স্বত্বাধিকারী ও ব্রাম্মণবাড়িয়া কমিউনিটি ইউকের উপদেষ্ঠা মো:নছরুল্লাাহ্ খান জোনাইদ, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ আহম্মেদ লিটন, সিনিয়র সহ-সভাপতি সাঈদ রব সিপার। উক্ত ইফতার অনুষ্টানের আহ্বায়ক শেখ আলম রতন, অঞ্জনা আলম, মো:উজ্জল শাহ্, জামিল ভুইয়া, দেওয়ান এ র‌হিম সোহেল, মাছুম ভূইয়া, মোশারফ হোসাইন, নাহিদুল ইসলাম,মোরশেদ রাজিব, ফয়সাল কবীর, আবু নোমান, ইফতি রহমান, মিজান খান,কামরুল ইসলাম, আলমগীর মিয়া, হা‌বিবুল ম‌তিন খান, জাহাঙীর আলম, বাক্কী ভাই, র‌বিউল ইসলাম, কামরুল ইসলাম সাগর, সারোয়ার আহম্মেদ, নাজিফ ইকবাল, মোকাদ্দেছ রানা হা‌মিদ, ফজলুল করিম, ইফতেখার আহম্মেদদ রুমেল, শেখ জামিল রানা, মাহমুদুল হক রবিন,হোসাইন আহম্মেদ জয়, সামসুদ্দিন ভাই,মাসুক আহম্মেদ, রুবিনা মির্জা, ডা: রুকসানা, নিশাত আপা, আকলিমা ইসলাম মুন্নি, সো‌নিয়া ইসলাম, শাকিল ভূইয়া, নাজির আহমেদ, আকরাম হো‌সেন, শ‌রিফ আহ‌ম্মেদ, শাহআলম আনিছ, বিউটি আমিন সহ,লন্ড‌নে বসবাসকারী ব্রাম্মণবা‌ড়িয়ার (৯) প্র‌ত্যেক থানার প‌্রতি‌নিধী ও সম্মা‌নিত ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

    সভায় বক্তারা বলেন, যুক্তরা‌জ্যে ব্রাম্মণবা‌ড়িয়া সংগঠনের এর রকম কৃষ্টগত মিলনমেলা নতুন প্রজন্মকে ব্রান্মনবাড়ীয়া নিজ জেলার ঐতিহৃ ও সংস্কৃ‌তি সম্পর্কে জানতে আরো বেশি উৎসাহ সৃষ্ঠি করবে, শেকড়ের সাথে বন্ধন ধরে রাখতে এরকম আয়োজন অতন্ত্য গুরুত্বর্পূন।লন্ড‌নের ভিত‌রে বা‌হি‌রে ব্রাম্মণবা‌ড়িয়ান যারা কর্মব্যাস্ততার কার‌ণে বা যোগা‌যোগ এর কার‌ণে আজকের অনুষ্ঠা‌নে উপ‌স্থিত হ‌তে পা‌রেন নাই আগামী‌দি‌নে আ‌রেক‌টি কৃৃষ্টগত অনুষ্টা‌নে মি‌লিত হওয়ার আশা ব্যাক্ত ক‌রে, অব‌শে‌ষে মুস‌লিম উম্মা ও সারা‌বি‌শ্বের শা‌ন্তির জন্য দোয়া ক‌রে মোনাজাত করা হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম