• শিরোনাম

    নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানালো

    সিবিবার্তা অনলাইন ডেস্কঃ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

    নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানালো

    নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানিয়ে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি প্রবাসীরা।

    ১৭ সেপ্টেম্বর রবিবার দুপুরেই জে এফ কে বিমান বন্দরে বিমান থেকে নেমে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টারমাকে তাকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংরাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ।

    এ সময়ে বিমানবন্দরের বাইরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ প্রভৃতি সংগঠনের নেতাকর্মীরা।

    বিমান বন্দরের বাইরে আয়োজিত স্বাগত-সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “শেখ হাসিনা এখন বিশ্ব-মানবতার নেতায় পরিণত হয়েছেন। আমেরিকার প্রশাসনও এখন তাকে বিশেষভাবে বিবেচনা করছে। দল-নিরপেক্ষ বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতির কারণেই বিক্ষোভ সমাবেশ ডেকেও বিএনপি পাততাড়ি গুটিয়েছে। এটি শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের বিজয়।”

    স্বাগত-সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এম ফজলুর রহমান, সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ, মাহবুবুর রহমান ও আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, যুব সম্পাদক মাহাবুর রহমান টুক, মহিলা আওয়ামী লীগের নেত্রী মমতাজ শাহানা ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সভানেত্রী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোর্শেদা জামান।
    উপস্থিত ছিলেন কেন্দ্রীয স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক তারেকুল হায়দার, সেবুল মিয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মফিজুর রহমান, মাসুদ হোসেন সিরাজি ও আমিনুল ইসলাম কলিন্স, ও সবিতা দাস।
    জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে টানা নবম বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসেছেন।

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনাকে স্বাগত জানান।
    বিমানবন্দরে উপস্থিত প্রবাসীরা এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। তবে শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শনের জন্য বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীকেও বিমানবন্দরে অবস্থান করতে দেখা যায়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম