• শিরোনাম

    পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখে যেখানে

    সিবি নিউজ ডেস্কঃ | বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭

    পাকিস্তান পরমাণু ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখে যেখানে

    সম্প্রতি কথায় কথায় পরমাণু হামলার হুমকি দেয় পাকিস্তান। তাছাড়া ২৭৫০কিলোমিটার রেঞ্জের শাহীন-৩ মিশাইলটির পরীক্ষা করল পাকিস্তান। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারত যে পরমাণু হামলা করতে চলেছে সেটি প্রত্যাঘাত করার জন্যই পাকিস্তান এই টেস্ট ফায়ার করে। কিন্তু কোথায় থাকে এই পারমাণবিক অস্ত্র? তারই সন্ধান মিলল সম্প্রতি। খাইবার-পাখুনতোয়া প্রদেশের হরিপুর এলাকায় পিয়ার থান পাহাড়ের পাদদেশে এই পরমাণু ক্ষেপণাস্ত্রের সন্ধান পাওয়া গেছে।

    পাকিস্তানের মিলিটারি ইনটিলেজিন্সের স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে বিস্তৃত ছবি। ওই স্যাটেলাইট ছবিটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের শাহীন-৩ ব্যালিস্টিক মিশাইলটি পারমাণবিক অস্ত্রশস্ত্র সরবরাহ করতে সক্ষম৷ শাহীন-৩ সিরিজের এই ব্যালিস্টিক মিশাইলগুলি গোপনে সঞ্চিত রয়েছে ভারতের রাজধানী থেকে মাত্র ৭২০ কিলোমিটার ভিতরে৷ এই মিশাইলটির ক্ষমতা মারাত্মক। প্রায় ২৭৫০ কিলোমিটার এলাকায় আঘাত হানতে পারে এই মিশাইলটি। এই বিষয়টি ভারতের সেনার কাছে পাকিস্তানের এই গোপন অস্ত্রের সম্পর্কে কোনও খোঁজ ছিল না।

    সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম