• শিরোনাম

    মুগাবে ‘আটক’, সেনা নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে

    সিবিবার্তা রিপোর্টঃ | বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

    মুগাবে ‘আটক’, সেনা নিয়ন্ত্রণে জিম্বাবুয়ে

    জিম্বাবুয়ের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সামনে চলে এসেছে দেশটির সেনাবাহিনী। ইতিমধ্যে দেশটির রাজধানীর নিয়ন্ত্রণসহ টিভি স্টেশন দখল করে নিয়েছে তারা। তাদের হাতে ‘আটক’ রয়েছেন ৯৩ বছর বয়সী দেশটির প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।তবে এ ঘটনাকে অভ্যুত্থান বলতে নারাজ দেশটির সেনাবাহিনী। তাদের দাবি প্রেসিডেন্ট রবার্ট মুগাবে নিরাপদে রয়েছেন। তার কোনো ক্ষতি হয়নি।

    তবে তিনি কোন স্থানে রয়েছেন সে বিষয়ে সেনা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

    অভিযান শেষ হলেই দেশে দ্রুত ‘স্বাভাবিক পরিস্থিতি’ ফিরে আসবে বলে এক বিবৃতিতে আশা প্রকাশ করে সেনাবাহিনী।

    সেনাদের দাবি, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ঘিরে থাকা ‘অপরাধীদের দলকে’ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

    অপরদিকে ক্ষমতাসীন দলের টুইটার একাউন্টকে উদ্ধৃত করে বার্তা দেয়া হয় যে সেনাবাহিনীর এই নিয়ন্ত্রণ ‘রক্তপাতহীন রূপান্তর’।

    প্রেসিডেন্ট মুগাবে গত সপ্তাহে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করলে রাজনৈতিক সংকটের সূচনা হয়। নানগাগওয়াকে এতদিন প্রেসিডেন্ট মুগাবের উত্তরসূরী ভাবা হতো। তবে সম্প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে।

    এ অবস্থায় দেশটির সামরিক প্রধান সতর্ক করে দেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতির অবসান করতে সেনাবাহিনী হস্তক্ষেপের জন্য প্রস্তুত।

    এরপর ক্ষমতাসীন দল তার আচরণকে ধৃষ্ঠতা হিসেবে মন্তব্য করেছিল।

    এদিকে জিম্বাবুয়ের এ ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির কর্তৃপক্ষ হারারেতে মার্কিন দূতাবাসের সব কর্মকর্তা-কর্মীকে বাড়ির ভেতর অবস্থানের জন্য নির্দেশনা দিয়েছে। পাশাপাশি সেখানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম