• শিরোনাম

    কোরিয় উপদ্বীপে উত্তেজনা অব্যাহত

    চিনাইরবার্তা আন্তর্জাতিক ডেস্কঃ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

    কোরিয় উপদ্বীপে উত্তেজনা অব্যাহত

    কোরীয় উপদ্বীপ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করেছেন উত্তর কোরিয়াকে। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার আচরণ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। ওদিকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য্য শেষ হয়ে গেছে। আমরা পরিবর্তন দেখতে চাই। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এক ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। এতে যেকোন সময় পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কয়েকদিন ধরেই এমন উত্তেজনা বিরাজ করছে সেখানে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ার পর এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেছেন, আপনরা দেখতে পাবেন। ট্রাম্পের এ বক্তব্যঃকে আরেকটি বাড়িয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেছেন, কোরীয় উপদ্বীপ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার ভিতরে প্রেসিডেন্ট বালুকাবেলায় আঁকাআঁকি করবেন না। প্রেসিডেন্ট তার ‘কার্ড’ হাতের কাছেই রেখেছেন। কোনো রকম সামরিক বা যেকোনো পরিস্থিতির জবাব কি হবে তিনি তা আগেভাগে জানান দেবেন বলে মনে হয় না। এর আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সতর্ক করেছেন। তিনি বলেছেন,  সব সুযোগই খোলা আছে। দক্ষিণ কোরিয়া সফরের সময় তিনি ডিমিলিটারাইজড জোন সফর করেন। এ স্থানটি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী স্থান।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম