• শিরোনাম

    গতকাল ১০ এপ্রিল যৌথ উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হল সুন্দর, প্রাণবন্ত একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

    চিনাইরবার্তা অনলাইন ডেস্কঃ | বুধবার, ১২ এপ্রিল ২০১৭

    গতকাল ১০ এপ্রিল যৌথ উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হল সুন্দর, প্রাণবন্ত একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

    ১০ এপ্রিল , ১৯৭১ আগরতলা’র সার্কিট হাউসে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের প্রথম সভাটি হয়েছিল । আর এই দিনটি উপলক্ষ্য গতকাল ১০ এপ্রিল যৌথ উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত হল সুন্দর, প্রাণবন্ত একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্যের সাথে আমারও সুযোগ হয়েছিল এই আয়োজনে অংশ নেয়ার । সভাপতিত্ব করেন অধ্যাপক মিহির কান্তি দেব । বাংলাদেশ থেকে বিশিস্ট নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ ও মেজর শামসুল আরেফিন অংশ নেন । ব্যরিস্টার আমিরুল ইসলাম অসুস্থতার জন্য যেতে না পারায় মুকতাদির ছিল প্রধান অতিথি । আমাকেও তাঁরা মঞ্চে ডেকে নিয়েছিলেন । জ্ঞানগর্ভ আলোচনা , আগরতলাবাসীর আন্তরিকতা , সেদিনের স্মৃতিচারণ সব মিলিয়ে অপূর্ব ভাল লাগা নিয়ে ফিরলাম ।

    17862839_1709349826028980_234417313609921721_n

    17862712_1709349809362315_564863263518396908_n

     

    সূএঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক(গ্রেড-১) প্রফেসার ফাহিমা খাতুন এর ফেসবুক থেকে নেওয়া ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম