• শিরোনাম

    বিরোধ মেটাতে ভারত-পাকিস্তানকে আলোচনার আহ্বান চীনের

    | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬

    বিরোধ মেটাতে ভারত-পাকিস্তানকে আলোচনার আহ্বান চীনের

    কাশ্মীর নিয়ে বিরোধ মেটাতে দুই বৈরী প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানকে আলোচনার আহ্বান জানিয়েছে চীন।

    তবে কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থানকে চীন বিশেষ গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেছে দেশটি।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ইসলামাবাদ ও নয়াদিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়া হয় বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়।

    এতে জানানো হয়, পাকিস্তানের এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে চীনের অবস্থানেরর কথা তুলে ধরেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন।

    তিনি বলেন, চীন আশা করছে, ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে যেকোন বিরোধ নিষ্পত্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে।

    সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহত হয়। এতে ভারত-পাকিস্তানের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

    যার জের ধরে ভারত গত মঙ্গলবার জানায় তারা আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যাবে না। বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও একই ঘোষণা দেয়।

    ফলে বুধবার সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। একই দিন ভারত ও পাকিস্তানকে আলোচনার আহ্বান জানায় চীন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম