• শিরোনাম

    হিলারির বিরুদ্ধে মামলা দায়ের

    | বুধবার, ১০ আগস্ট ২০১৬

    হিলারির বিরুদ্ধে মামলা দায়ের

    মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে দুই সেনা সদস্যের পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়। খবর ইউএসএ টুডে’র।

    ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলায় ওই দুই সেনা সদস্য শন স্মিথ ও টায়রন উডস নিহত হন।

    মামলায় উল্লেখ করা হয়, হিলারি ক্লিনটন সে সময় তার ব্যক্তিগত ই-মেইল ব্যাবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান করেছেন। তার অনিরাপদ ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের কারণেই মার্কিন কর্মকর্তাদের অবস্থান ফাঁস হয়ে থাকতে পারে। যার সুযোগে জঙ্গিরা হামলা চালাতে সক্ষম হয়েছে।

    দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী।

    এর আগে গত মাসেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কমি ঘোষণা করেছিলেন, হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল হ্যাক হয়ে থাকতে পারে। সেটা নিয়ে করা একটি তদন্ত কমিটি অবশ্য বলেছে, হিলারি ক্লিনটন কূটনৈতিক নিয়ম নীতি লঙ্ঘন করেননি।

    তবে ই-মেইল ব্যবহারের বিষয়টি হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে।

    মার্কিন কনসুলেটে পরিচালিত ওই হামলার জন্য ইসলামিক স্টেট- আইএসকে দায়ী করা হয়। ওই হামলায় কনসুলেটের মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সও নিহত হন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম