• শিরোনাম

    ভারতীয় ভিসা পেতে পূর্ব-সাক্ষাৎকার লাগবে না নারীদের

    | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬

    ভারতীয় ভিসা পেতে পূর্ব-সাক্ষাৎকার লাগবে না নারীদের

    ভারত ভ্রমণে আগ্রহী নারীদের জন্য ই-টোকেন বা পূর্ব-সাক্ষাৎকারের তারিখ ছাড়া ভিসা দেয়ার স্কিম চালু করতে যাচ্ছে ভারতীয় হাই-কমিশন। পরীক্ষামূলকভাবে এই স্কিম চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
    ছুটির মৌসুমে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বাড়ানোর জন্য এই পাইলট স্কিম চালু করতে যাচ্ছে ভারতীয় হাই-কমিশন।
    নতুন পাইলট স্কিমে ৩ থেকে ১৩ অক্টোবরের মধ্যে পূর্ব-সাক্ষাৎকারের তারিখ ছাড়া ভিসা পাবেন ভারতে গমনেচ্ছু নারীরা। এর আওতায় নারীরা তাদের পরিবারের সদস্যদের ভ্রমণ ভিসা জন্যও আবেদন জমা দিতে পারবেন। তবে আবেদনের সময় নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থীকে নিজের পরিবারের সদস্যদের নিশ্চিত বিমান টিকেট থাকতে হবে (প্রবেশের সময় দেখাতে হবে)।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম