• শিরোনাম

    ১১ দফা প্রস্তাব চূড়ান্ত

    ইসির সংলাপে আজ যাচ্ছেন আওয়ামী লীগের ২১ নেতা

    সিবিবার্তা ডেস্কঃ | বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

    ইসির সংলাপে আজ যাচ্ছেন আওয়ামী লীগের ২১ নেতা

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। ক্ষমতাসীন দলটি নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস না করা, ইভিএম চালুসহ ১১ দফা প্রস্তাব দেবে। এসব প্রস্তাবের বেশ কয়েকটি বিএনপির প্রস্তাবের বিপরীতমুখী অবস্থান থাকবে। বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

    ইসি কর্মকর্তারা জানান, ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের ২১ জনের একটি তালিকা কমিশনে পৌঁছেছে। এর মধ্যে রয়েছেন (চিঠির তালিকায় ক্রমঅনুযায়ী)- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচটি ইমাম, ড. মশিউর রহমান, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, সাবেক রাষ্ট্রদূত জমির, মো. রশিদুল আলম, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এইচএন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার। তবে কমিশনে পাঠানো তালিকায় সৈয়দ আশরাফুল ইসলামের নাম থাকলেও স্ত্রীর অসুস্থতায় তিনি অনুপস্থিত থাকতে পারেন বলেও ইসি কর্মকর্তাদের জানানো হয়েছে।

    সংশ্লিষ্টরা বলছে, আওয়ামী লীগের প্রস্তাবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনকালীন সরকার গঠনের কথা উল্লেখ থাকবে। সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে বলা হবে- নতুন আদমশুমারি প্রতিবেদন হয়নি, তাই নতুন করে সংসদীয় আসনের বিন্যাসের যৌক্তিকতা নেই। এ ছাড়া ইভিএম চালুর পক্ষে মত থাকবে দলটির। নির্বাচনে সেনা থাকবে কি থাকবে না- সেটি ইসির এখতিয়ারে ছেড়ে দেয়া হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম