• শিরোনাম

    সাথী হত্যায় স্বামীসহ ৩ জনের ফাঁসি

    | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

    সাথী হত্যায় স্বামীসহ ৩ জনের ফাঁসি

    রাজশাহী মহানগরীর সাধুর মোড় এলাকার গৃহবধূ সাথী ইয়াসমিন হত্যা মামলায় স্বামীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

    একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

    রোববার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মনসুর আলম এ রায় দেন।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর সাধুর মোড় এলাকার মো. আলমের ছেলে মো. আরিফ (২৮), তার দুই ভাবী- হামিদা হাসান ওরফে ইভা (৩২) ও মাহফুজা জান্নাত ওরফে লাইবা (৩০)।

    ইভার স্বামীর নাম মো. মোস্তাক। আর লাইবার স্বামীর নাম মো. তারিক।

    মামলায় আরিফের মা মর্জিনা বেগমও (৫০) আসামি ছিলেন। তবে রায়ে আদালত তাকে বেকসুর খালাস দিয়েছেন।

    আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে নগরীর হেতেমখাঁ সাহাজিপাড়া এলাকার সাজ্জাদ আলীর মেয়ে সাথী ইয়াসমিনের (২৩) সঙ্গে আরিফের বিয়ে হয়।

    বিয়ের পর শ্বশুরের কাছে একটি মোটরসাইকেলের দাবি করতেন আরিফ। এ জন্য বিভিন্ন সময় সাথীকে তিনি নির্যাতন করতেন।

    ২০১২ সালের ৪ এপ্রিল দুই ভাবীর সহায়তায় আরিফ সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে সাথী দগ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় সাথীর বাবা চারজনকে আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    পরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এ মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানির পর রোববার দুপুরে আদালত এ রায় দিলেন।

    রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ওই আদালতের অ্যাডভোকেট মর্জিনা খাতুন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম