• শিরোনাম

    মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় ৪৫তম ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন

    | রবিবার, ২৭ নভেম্বর ২০১৬

    মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় ৪৫তম ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন

    মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় ৪৫তম ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন করা হয়েছে।

    মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইং-এর উদ্যোগে কুয়ালালামপুরে হোটেল রেনেসাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দাতো শ্রী সাবরি বিন আদম।

    স্থানীয় সময় সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবসের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন মালয়েশিয়া শ্রী সাবরি বিন আদম, বাংলাদেশ হাই-কমিশনার মো. শহিদুল ইসলাম, এয়ার কমোডর মো. হুমায়ূন কবির।

    এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইতালি, ঘানা, ভারত, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।উপস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের অভ্যর্থনা জানান হাই-কমিশনের ডিফেন্স উইং-এর প্রধান এয়ার কমোডর মো. হুমায়ূন কবির।

    অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সূচনা নিয়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর তিন বাহিনীর সমন্বয়ে একযোগে মুক্তিযুদ্ধে শত্রুর উপর আক্রমণের বিভিন্ন রণকৌশলের তথ্যচিত্র দেখানো হয়।

    এছাড়া প্রধান অতিথি মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সাবরি বিন আদমকে বিশেষ উপহার ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন রাষ্ট্রদূত শহিদুল এবং এয়ার কমোডর হুমায়ূন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম