• শিরোনাম

    ‘সবকিছু নিয়ে অহেতুক বিতর্ক নয়’

    | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

    ‘সবকিছু নিয়ে অহেতুক বিতর্ক নয়’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা যদি সবকিছু নিয়েই বিতর্ক করি, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের মাথা ঠেকানোর জায়গা কোথায়? অহেতুক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যদি বিতর্ক করি, তাহলে সভ্যতা থাকবে না, আইন থাকবে না। এই দেশে তাহলে গণতন্ত্র থাকবে?’
    সম্প্রতি নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির তোলা প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
    বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন আশরাফ।
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের সর্বোচ্চ অর্জন হল, এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের উর্ধ্বে রাখা। এ কারণেই পৃথিবীতে সভ্যতা টিকে আছে।
    তিনি বলেন, দেশে যদি আইন-কানুন না থাকে, তাহলে সভ্যতাই থাকবে না। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সভ্যতার একেকটি স্তম্ভ। এই প্রতিষ্ঠান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নাই। সুতরাং আশা রাখি, আমরা এই সব প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের উর্ধ্বে রাখব এবং সম্মান দেখাব।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম