• শিরোনাম

    ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে’

    | শনিবার, ২৭ আগস্ট ২০১৬

    ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে’

    শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘যারা দেশের স্বাধীনতা চায়নি, তারাই জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বঙ্গবন্ধুর অবর্তমানে তার আদর্শ নিয়ে যারা দেশের নেতৃত্ব দিতে চেয়েছিল সেই জাতীয় চার নেতাকেও তারা হত্যা করেছে।’
    শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য এবং শিক্ষা অধিদপ্তর আয়োজিত পুরস্কার ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
    আমির হোসেন আমু আরো বলেন, ‘স্বাধীনতার ঊষালগ্নেই বাংলাদেশ যাতে মুখ থুবড়ে পড়ে এবং দাঁড়াতে না পারে সেজন্যই পাকিস্তানী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে। এই অপশক্তিই আজ আবার জঙ্গিবাদের সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়।’
    এ সময় শিল্পমন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছিল সেদিন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণেই প্রাণে বেঁচে যান। কিন্তু তাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে।’
    বর্তমান সরকার চামড়া শিল্পের ওপর গুরুত্ব দিয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘পরিবেশ বান্ধব না হওয়ায় এক সময় বিদেশিরা আমাদের দেশের চামড়া নেয়া বন্ধ করে দিয়েছিল। এই হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তর করতে সক্ষম হয়েছি। এর ফলে বিদেশে আবার আমাদের চামড়া রপ্তানি বৃদ্ধি পাবে।’ চামড়া শিল্পের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    অনুষ্ঠানে শিল্পমন্ত্রী উপজেলার পাঁচজন সফল চাষিকে ক্রেস্ট ও উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দেন। এর আগে শিল্পমন্ত্রী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম