• শিরোনাম

    রোহিঙ্গাদের জন্য কাঁদলেন কাদের

    সিবিবার্তা রাজনীতি ডেস্কঃ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭

    রোহিঙ্গাদের জন্য কাঁদলেন কাদের

    মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা করুণ দশা দেখে কাঁদলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  আজ মঙ্গলবার দুপুরে উখিয়া-টেকনাফ সড়কের দুপাশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি ওবায়দুল কাদের। এ সময় তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।এর আগে গত ১২ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে রোহিঙ্গাদের দুর্দশা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজেকে ধরে রাখতে পারেননি। এক শরণার্থীকে জড়িয়ে তিনি কেঁদে ফেলেন। সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহেনাও আবেগ ধরে রাখতে পারেননি। এছাড়াও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান কেঁদেছিলেন শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসে। ত্রাণ বিতরণের সময় শরণার্থী নারী-শিশুদের জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ওবায়দুল কাদের বলেন, এখন শুধু একটাই স্লোগান হবে- মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। এই স্লোগানে রোহিঙ্গাদের সেবায় মানবতার কাজে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো। পরে তিনি কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাংয়ে কক্সবাজার পৌরসভার উদ্যোগে রোহিঙ্গা নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগর সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম