• শিরোনাম

    আওয়ামী লীগের আয়-ব্যয় হিসাব ইসিতে দাখিল

    সিবিবার্তা রাজনীতি ডেস্কঃ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭

    আওয়ামী লীগের আয়-ব্যয় হিসাব ইসিতে দাখিল

    এক বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশন (ইসির) কাছে দাখিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

    সোমবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল সিইসি কে. এম. নুরুল হুদার কাছে এই হিসাব জমা দেন।

    দলটির উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি জানিয়েছেন।

    হিসাব বিবরণীতে বলা হয়েছে, গত বছর আওয়ামী লীগ আয় করেছে চার কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। আর সাংগঠনিক বিভিন্ন কাজে ব্যয় হয়েছে তিন কোটি এক লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। ব্যাংকে তাদের জমা টাকার পরিমাণ ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।

    হিসাব বিবরণীতে সংগঠনের নেতাকর্মীদের চাঁদা, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বিক্রির অর্থ ও শুভানুধ্যায়ীদের অনুদানকে আয়ের উৎস বলা হয়েছে। আর ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে নির্বাচনী প্রচার, জনসভা, ত্রাণসহ সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডকে।

    হিসাব জমা দেওয়ার সময় আবদুর রাজ্জাকের সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম