• শিরোনাম

    বাংলাদেশের শ্রেয়সী ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত

    মালয়েশিয়া প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭

    বাংলাদেশের শ্রেয়সী ‘বেস্ট স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত

    মালয়েশিয়ায় সরকারি এসএমকে বান্দার সানওয়ে স্কুলে ২০১৬ সালের ‘বেস্ট স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ পদক পেয়েছে বাংলাদেশি শিক্ষার্থী শ্রেয়সী করিম। মালয়েশিয়ার সরকারি শিক্ষা কারিকুলামভুক্ত সকল বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে এ সম্মানসূচক পদকটি প্রদান করা হয়। শ্রেয়সী স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্রী।

    ‘বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পদকটি শ্রেয়সী করিমের হাতে তুলে দেন সেলাংগর এডুকেশন কারিকুলামের প্রধান নিয়ন্ত্রক নুরাজমি বিন মুহামেদান এবং এসএমকে বান্দার সানওয়ে স্কুলের প্রিন্সিপাল নরজাহ বিন্তি ইউসুফ।

    মালয় ভাষায় অনুষ্ঠিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে শ্রেয়সী নিজের মেধার সাক্ষর রাখেন।

    মালয়েশিয়ার ফার্নিচার ব্যবসায়ী ফরহাদ হোসাইন ও ড. সুকান্তা করিমের কন্যা শ্রেয়সী করিম একাধারে নাচ, গান, পিয়ানো বাজানো ও ছবি আঁকায়ও সমান পারদর্শী। মাস্টার মাইন্ড স্কুলের সাবেক শিক্ষার্থী শ্রেয়সী ওই স্কুলে সবচেয়ে বেশি নাম্বার অর্জনকারীর খেতাবটিও ধরে রেখেছিল কৃতিত্বের সঙ্গে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম