• শিরোনাম

    প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাচ্ছেন আজ

    সিবি নিউজ ডেস্কঃ | সোমবার, ২৯ মে ২০১৭

    প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাচ্ছেন আজ

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা-আইএইএ’র ৬০ বছর পূর্তির আয়োজনে যোগদান এবং দ্বিপক্ষীয় সফরে অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’দিনের সফরে আজ দিনের শুরুতে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি। আগামীকাল ভিয়েনার বহুপক্ষীয় ওই আয়োজনে বক্তৃতা করবেন তিনি। একই দিনে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী তথা ফেডারেল চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান। বলেন, আইএইএ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিশ্বশান্তি রক্ষা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানকে সংহত করবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বলতর হবে। ওই সম্মেলনে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়া অঞ্চলের নেতারাও যোগ দিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠক হবে শেখ হাসিনার। ১৯৭২ সালে বাংলাদেশ আইএইএ’র সদস্যপদ পায়। সেই সময়ে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার উল্লেখযোগ্য অবদান ছিল। প্রধানমন্ত্রীর স্বামীর সেই অবদানকে স্মরণ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত পরে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের পূর্বে আইএইএ’র সদস্য পদ পেতে ড. ওয়াজেদ মিয়ার সাহসী ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ বাংলাদেশে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পথ উন্মুক্ত করেছিল। সেখানে এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে আইএইএ বাংলাদেশকে পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। অস্ট্রিয়ায় বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীর এটাই প্রথম দ্বিপক্ষীয় সফর উল্লেখ করে মন্ত্রী জানান, এ সফরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু, কূটনৈতিক পর্যায়ে নিয়মিত আলোচনা এবং কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা, সন্ত্রাসবাদ, অভিবাসন, উদ্বাস্তু সংকট, জলবায়ু পরিবর্তন এবং ব্রেক্সিট পরবর্তী ইউরোপের পরিস্থিতি নিয়েও কথা হবে। নিয়মিত কূটনৈতিক আলোচনার আয়োজন করতে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি অনেকটা অভিযোগের সুরে বলেন, ’৭২ সালে যে ক’টি ইউরোপীয় দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, অস্ট্রিয়া তার অন্যতম। কিন্তু ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে ’১৪ সালের নভেম্বরে ভিয়েনায় বাংলাদেশের আবাসিক দূতাবাস খোলা হয়েছে। তারও আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় অস্ট্রিয়ার তৎকালীন চ্যান্সেলর ব্রুনো ক্রিয়েস্কিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করেছে বাংলাদেশ। মন্ত্রী জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম