• শিরোনাম

    ইউনিসের অনন্য কীর্তি

    চিনাইরবার্তা ডেস্কঃ | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭

    ইউনিসের অনন্য কীর্তি

    পাকিস্তানের হয়ে একক কীর্তি গড়লেন ব্যাটসম্যান ইউনিস খান। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এ ডানহাতি।

    ৩৯ বছর বয়সী এই ব্যাটসম্যান ২০৮ ইনিংস খেলে ৫৩ গড়ে ১০ হাজার রান করলেন। টেস্টে ইউনিসের আগে ১২ জন ব্যাটসম্যান এই কীর্তি গড়েন।

    ইউনিস খান দ্রুত ১০ হাজার রানের ক্লাবে প্রবেশকারী ৬ষ্ঠ ব্যাটসম্যান।

    রোববার রাতে সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাঠে নামে পাকিস্তান। ১০ হাজার রান থেকে মাত্র ২৩ রান দূরে ছিলেন ইউনিস।

    তৃতীয় দিনের চা পানের বিরতির পর ক্যারিবীয় স্পিনার রোস্টন চেজকে সুইপ করে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ইউনিস।

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজ দিয়েই ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ইউনিস।

    ওয়েস্ট ইন্ডিজের ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২০১ রান। মিসবাউল হক ৫ ও আসাদ শফিক ৫ রানে ব্যাট করছেন। 

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম