• শিরোনাম

    বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলে কিশোরগঞ্জ পৌরসভা ও করিমগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন

    চিনাইরবার্তা.কম স্পোর্টস রিপোর্টার; | শনিবার, ০৪ জুন ২০২২

    বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলে কিশোরগঞ্জ পৌরসভা ও করিমগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে শেষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ-১৭)-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা। বালকদের বিভাগে কটিয়াদী উপজেলাকে ১-০ হারিয়ে শিরোপা জিতেছে কিশোরগঞ্জ পৌরসভা। ম্যাচের একমাত্র গোলটি করেন আব্দুল্লাহ আসিক। টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন পৌরসভার নাইম মিয়া। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন কটিয়াদী উপজেলার ইব্রাহিম।

    এদিকে বালিকাদের ম্যাচে টানা তৃতীয় বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা। ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলার ঝুমা আক্তার। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সূচি আক্তার।

    ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক শামীম আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোস্তফা। আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, কিশোরগঞ্জ

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম