• শিরোনাম

    দলগত সাফল্যে সন্তুষ্ট সাকিব-সুজন

    | রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬

    দলগত সাফল্যে সন্তুষ্ট সাকিব-সুজন

    কোচ সুজন, অধিনায়ক সাকিব এ দু’জনের এটাই ঘরোয়া ক্রিকেটে প্রথম ট্রফি নয়। ২০১৪ সালে বিজয় দিবস টি-২০’র শিরোপা জয়েও এই দু’জন ছিলেন এই ভ‚মিকায়। এবার তাদের জুটি একসঙ্গে পেল বিপিএলে প্রথম ট্রফি। দারুণ একটি দল হাতে পেয়ে কোচ অধিনায়কের দারুণ বোঝাপড়ার সুফল পেয়েছে ঢাকা ডায়নামাইটস। তাতেই খুশি সাকিব ‘একটা টিম হয়ে যেনো খেলতে পারি, এটাই ছিল টার্গেট। সেই কাজটা আমরা করতে পেরেছি। যখন যার যা কিছু করার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা পালন করেছেন যথাযথভাবে। টিমটা যেহেতু ভালো, তাই চাপ ছিল। তবে আমার কাজটা সহজ করে দিয়েছেন কোচ সুজন ভাই। মাঠের বাইরের দায়িত্বটা তিনি পালন করায় আমি শুধু মাঠের কাজটাই করেছি। ঢাকা লীগে এতো দর্শক হয় না। বিপিএলে আন্তর্জাতিক ম্যাচের সুবাস থাকে, এ ধরনের একটি টিমকে নেতৃত্ব দিতে পেরে, দল হিসেবে পারফর্ম করতে পারায় আমি সন্তুষ্ট।’
    কাগজে-কলমে সেরা দল হাতে পেয়ে তারকা সর্বস্ব দলের কোচের দায়িত্বটা উপভোগ করেছেন, সফল্যের রসায়নটা সেখানেই বলে জানিয়েছেন কোচ খালেদ মেহমুদ সুজন ‘যে ধরনের দল পেয়েছি, এমন একটি দলে সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। মাহেলা, সাঙ্গাকারা, ডুয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল বড় বড় প্লেয়ারের সঙ্গে প্রায় ৪০ দিন কাটিয়েছি। পুরোটা সময়ই আনন্দে কাটিয়েছি। মাহেলার মতো প্লেয়ারকে বসিয়ে রাখা কিংবা সাঙ্গাকারাকে বলতে হয়েছে এক ম্যাচে, আজ তুমি খেলছ না, এটা আমার জন্য কঠিন ছিল। তারপরও তারা সবাই আনন্দচিত্তে মেনে নিয়েছে আমার সিদ্ধান্ত। এ নিয়ে সাকিবের সঙ্গে তিনবার ট্রফি জিতলাম। এজন্য আমি নিজে ভাগ্যবান ভাবছি। প্রিমিয়ার লিগটাও চ্যালেঞ্জিং ছিল। মাঝারী মানের দল নিয়ে প্রাইম ব্যাংককে চ্যাম্পিয়ন করেছি। এবার আবাহনী চ্যাম্পিয়ন হলো। গতবার ঢাকা ডায়নামাইটের উপদেস্টার দায়িত্বটা খুব একটা উপভোগ করিনি। এবার তো পেলাম কোচের দায়িত্ব। আমাদের দলটির লড়াকু সামর্থ ছিল, দারুণ একটি দল হিসেবে খেলতে পেরেছি আমরা। আজ (গতকাল) যখন ১৫০ পার করেছি, তখনই সাকিবকে বলেছি, এই ম্যাচ আমাদের।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম