• শিরোনাম

    কেটেছে মেঘ, ম্যাচ ঠিক সময়েই

    | বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬

    কেটেছে মেঘ, ম্যাচ ঠিক সময়েই

    রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির চোখ রাঙানি থাকলেও মিরপুরে বৃষ্টি নেই। সেখানে এখন বিরাজ করছে চমৎকার ক্রিকেট উপযোগী আবহাওয়া।  তাই ক্রিকেট ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।

    নির্ধারিত সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচ। এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

    বুধবার সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে হালকা থেকে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কথা বলা হয়েছিল।

    আবহাওয়াবিদ ওমর ফারুক যুগান্তর অনলাইনকে সকালে টেলিফোনে জানিয়েছিলেন, ঢাকা ও এর আশপাশের আকাশ মেঘলা থাকতে পারে।

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৭১ থেকে ৮২ শতাংশের মধ্যে ওঠানামা করবে। আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

    তবে বেলা ১২টার পর মেঘলা আকাশ চিরে উঁকি দেয় হালকা রোদ।  বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে রোদও। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিরাজ করছে উৎসবের আমেজ। বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী প্রবেশ করেছেন স্টেডিয়ামের ভেতর। অনেক লাইন ধরে অপেক্ষা করছেন স্টেডিয়ামে প্রবেশের জন্যে।

    বিরুপ আবহাওয়ার কথা চিন্তা করে এবার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে রিজার্ভ রাখা হয়েছে। তাই কোনো কারণে ম্যাচ বাতিল হলে বুধবারের ম্যাচ বৃহস্পতিবার খেলা হওয়ার সম্ভাবনা থাকছে।

    উল্লেখ্য, রোববার শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ রানে আফগানিস্তানকে হারিয়েছে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিকরা। বুধবারের ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম