• শিরোনাম

    আইপিএল নিলামের ‘মূল্যবান’ ৭ তথ্য

    | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

    আইপিএল নিলামের ‘মূল্যবান’ ৭ তথ্য

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের পর্দা উঠছে আগামী এপ্রিলের ৫ তারিখে। এর আগে আটটি ফ্রাঞ্চ্যাইজি দল সুযোগ পাচ্ছে তাদের স্কোয়াডকে শক্তিশালী করার। সোমবার সবচেয়ে জনপ্রিয় এই টি-টুয়েন্টি লিগের খেলোয়াড় নিলাম হবে ব্যাঙ্গালুরুতে। মোট ৩৫১ ক্রিকেটার উঠবেন নিলামে। কে কোন দলে খেলবেন কিংবা আদৌ দল পাবেন কি না তা নির্ধারিত হবে সেদিনই। এবার চলুন জেনে নেই আইপিএল দশম আসরে এর নিলামের ৭ ‘মূল্যবান’ তথ্য।

    নিলামে উঠছেন ৩৫১-
    পুলভুক্ত ৭৯৯ জন খেলোয়াড়ের মধ্যে নিলাম হবে ৩৫১ জনের। এর মধ্যে ২২৬ জন ভারতীয় ক্রিকেটার। বাকিরা বিদেশি। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে ১২২ জনের। আইসিসি সহযোগী দেশের ক্রিকেটার আছেন ৬ জন। তবে মাত্র ৭৬ জন ক্রিকেটার পাবেন দল।

    সর্বোচ্চ ভিত্তিমূল্য-
    এবারের আসরে সর্বোচ্চ ভিত্তিমূল্য তালিকায় আছেন ৭ ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। এরা হলেনঃ অ্যাঞ্জেলো ম্যাথিউস, বেন স্টোকস, ক্রিস ওকস, ইয়ন মরগান, মিচেল জনসন, ইশান্ত শর্মা ও প্যাট কামিন্স।

    কোন ফ্র্যঞ্চাইজি কত খরচ-
    সবচেয়ে বেশি খরচ করতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের ভাণ্ডারে আছে ২৩.৩৫ কোটি রুপি। আর সবচেয়ে কম খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স, ১১.৫৫ কোটি রুপি। মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ ২০.৯ কোটি এবং সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ১৯.৭৫ কোটি রুপি খরচ করতে পারবে।

    যারা থাকছেন পুরনো দলে-
    মোট ১৪০ জন ক্রিকেটার থাকছেন পুরনো দলে। এদের মধ্যে ৪৪ জন বিদেশি খেলোয়াড় আছেন।

    যাদের ছেড়ে দেয়া হয়েছে-
    আটটি ফ্র্যাঞ্চাইজি গতবারের দলে ছিল এমন ৬৩ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছেন।

    পাকিস্তানি ক্রিকেটার-
    কোন পাকিস্তানি ক্রিকেটার থাকছেন না দশম আসরে। তবে পাকিস্তানি বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকা স্পিনার ইমরান তাহির উঠছেন নিলামে। আরেক পাকিস্তানি ইয়াসির আরাফাত ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে থাকবেন নিলামে।

    ছয় বাংলাদেশি

    আইপিএলের এবারের নিলামে থাকছেন ছয় বাংলাদেশী ক্রিকেটার। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আছেন তালিকায়। তাদের প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম