• শিরোনাম

    মাংস ব্যবসায়ীদের ধর্মঘট সাময়িক স্থগিত

    | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

    মাংস ব্যবসায়ীদের ধর্মঘট সাময়িক স্থগিত

    নিউজ ডেস্ক : চার দফা দাবিতে ঢাকা সিটি এলাকায় চলমান ধর্মঘট শনিবার (১৮ ফেব্রুয়ারি) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।
    পরবর্তী কর্মসূচি দেওয়া হবে কিনা রোববার সে বিষয়ে বিকেল ৫টায় গাবতলীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। শনিবার বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আমাদের দাবি বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাতত ধর্মঘট সাময়িক স্থগিত।

    তিনি আরও বলেন, রোববার সকাল ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়, দুপুর ২টায় উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আলোচনায় বসবো, আলোচনার যেসব বিষয় উঠে আসবে সেগুলো নিয়ে বিকেল ৫টায় গাবতলীতে সাংবাদিক সম্মেলন করে জানানো হবে।

    এর আগে, রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারের অত্যাচার, অতিরিক্ত খাজনা আদায়সহ মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে মাংস ব্যবসায়ী সমিতির ৬ দিনের ধর্মঘট ডাকে, এ সময়ের মধ্যে মহানগরীর মাংসের দোকান বন্ধ ছিল।

    ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গাবতলী হাটে অতিরিক্ত ইজারা আদায় বন্ধ, হুন্ডির মাধ্যমে টাকা পাচারকারী চক্রকে চিহ্নিত করে শাস্তি দেওয়া ও বিভিন্ন জেলা থেকে পশু আমদানির অনুমতি দেওয়া, ট্যানারিতে চামড়া নেওয়া ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে জবাবাদিহিতার আওতায় আনা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম