• শিরোনাম

    হুমকি হয়ে উঠেছে হাশমত-রহমতের জুটি

    | মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০১৬

    হুমকি হয়ে উঠেছে হাশমত-রহমতের জুটি

    হাশমত উল্লাহ শাহিদি ও রহমাত শাহ’র শত রানের জুটি বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছে। ৪৬ রানে দুই উইকেট পড়ে যাওয়ার পড়ে তাদের দুইজনের ব্যাটে ভর করে ৩২ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে আফগানিস্তান।
    এর আগে রবিবার মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৬৫ রান করে মাশরাফিরা। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। মাশরাফির বলে উইকেটের পেছনে ক্যাচ আউট হওয়ার আগে ৩১ রান করেছিলেন মোহাম্মদ শাহজাদ। এর পরের ওভারেই সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন সাবির নুরি।
    কিন্তু এরপরই হাল ধরেন হাশমত উল্লাহ শাহিদি ও রহমাত শাহ। দুই জন ধীর শুরু করলেও আস্তে আস্তে রানের গতি বাড়াতে থাকেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত রহমত শাহ ৫৫ ও হাশমত উল্লাহ শাহিদি ৪৭ রানে উইকেটে আছেন। দুই জনের জুটিতে রান উঠেছে ১০৮।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ফের ব্যর্থ সৌম্য-ইমরুল

    ১২ অক্টোবর ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম