• শিরোনাম

    এক্স সিরিজের তিন স্মার্টফোন আনতে যাচ্ছে সনি

    | রবিবার, ২৮ আগস্ট ২০১৬

    এক্স সিরিজের তিন স্মার্টফোন আনতে যাচ্ছে সনি

    সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক বাজারে আসতে পারে সনির দুটি নতুন স্মার্টফোন, সনি এক্সপেরিয়া এক্স কমপ্যাক্ট ও সনি এক্সপেরিয়া এক্স জেড। শনিবার টুইটারে মডেল দুটির ছবি ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।
    আগামী ২ সেপ্টেম্বর থেকে বার্লিনে শুরু হতে যাওয়া আইএফএ ২০১৬ অনুষ্ঠানে নতুন মডেল দু’টি সর্বসমক্ষে আনা হবে।
    সনি তাদের ফ্ল্যাগশিপ ‘জেড’ সিরিজের স্মার্টফোনগুলোর উৎপাদন বন্ধ করে বাজারে নিয়ে এসেছিল নতুন ‘এক্স’ সিরিজ।
    গুঞ্জন সত্যি হলে সেই সিরিজেরই নতুন পণ্য সনি এক্সপেরিয়া এক্স কমপ্যাক্ট হ্যান্ডসেটে থাকবে ৪.৬ ইঞ্চির স্ক্রিন। স্ন্যাপড্রাগন ৮২০ এসওসি প্রসেসরের সঙ্গে ক্লাবড ৩ বা ৪ জিবি র্যা ম। থাকবে ২৭০০ এমএএইচ ব্যাটারি।
    এক্সপেরিয়া এক্স জেড অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিন ৫.২ ইঞ্চির হতে পারে বলে খবর টেকটাস্টিক নামের এক ওয়েবসাইটের। তবে এর র্যা ম হবে ৪ জিবি, ক্যামেরাও দুর্দান্ত! সনির ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে বলে ইঙ্গিত দিয়েছে ওয়েবসাইটটি। ফ্রন্টে অটো-ফোকাস সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরাও কম দুর্দান্ত নয়।
    গুঞ্জনকারীদের আরও দাবি, আইএফএ ২০১৬ অনুষ্ঠানেই সনি এক্সপেরিয়া এক্স আর নামের আরেকটি স্মার্টফোনও জনসমক্ষে আনতে পারে। এই হ্যান্ডসেটের ডিসপ্লে বেশ বড়, ৫.১ ইঞ্চির। এতেও থাকবে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। রিয়ার ক্যামেরার জন্য ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে পারে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আসছে ‘ফেসবুক টিভি’

    ১৬ ফেব্রুয়ারি ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম