• শিরোনাম

    পূজার গানে ন্যান্সি

    | বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬

    পূজার গানে ন্যান্সি

    আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তুলি হাতে প্রতীমা সাজানোয় ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

    এবারের পূজায় হালের সাড়া জাগানো কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ‘পূজা এলো’ গান নিয়ে হাজির হচ্ছেন স্রোতাদের সামনে। বিনা সম্মানীতে এই গান গেয়েছেন তিনি। শুধু তাই নয়, এই গান সংশ্লিষ্ট সবাই বিনা সম্মানীতে কাজ করেছেন।

    গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন মিলন এবং সংগীত পরিচালনা করেছেন যৌথভাবে রেজওয়ান শেখ ও এম এম পি রনি।

    ধ্রুব মিউজিক স্টেশন গানটি প্রকাশ করছে। ‘পূজো এলো’ গানে  ন্যান্সি  ছাড়াও কণ্ঠ মিলিয়েছেন মিলন ও সাফায়েত।

    এ গান প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে ন্যান্সি জানিয়েছেন, আমি যাদের কাছে গান শিখেছি তাদের বেশির ভাগই হিন্দু। তাছাড়া ছোটবেলা থেকে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছি। যতটা আনন্দ করেছি ঈদে, ঠিক ততটাই আনন্দ করেছি পূজাতে। এজন্য নিজের কাছে মনে হলো, এত গান করলাম তাহলে পূজা নিয়ে কেন গান করব না!

    তিনি বলেন, আমিসহ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বিনা সম্মানীতেই গানটি করেছে।

    শুধু পূজা নয়, সামনে ঈদসহ আরও বিশেষ দিন উপলক্ষ্যে এমন কিছু গান করার ইচ্ছা আছে ন্যান্সির।

    পূজায় ন্যান্সির গান এবারের শারদীয় দূর্গা উৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম