• শিরোনাম

    অর্থনীতিতে নোবেল পেলেন অলিভার ও বেন

    | রবিবার, ১৬ অক্টোবর ২০১৬

    অর্থনীতিতে নোবেল পেলেন অলিভার ও বেন

    যোগাযোগ তত্ত্বের জন্য এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেন হোমস্ট্রম।

    নরওয়েতে সোমবার নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

    একাডেমী তাদেরকে নোবেল দেয়ার কারণ হিসেবে বর্ণনা করেন যে, তারা বীমা দাবি, বেতন, সম্পদ প্রভৃতির অধিকার নিয়ে কাজ করেছেন।

    কমিটি আরও জানায়, সাধারণ মনে হলেও তাদের এই কাজ গুরুত্বপূর্ণ, বিশেষত আধুনিক অর্থনীতিকে বোঝার জন্য।

    পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তারা। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম