• শিরোনাম

    রোবটের বিশ্বরেকর্ড!

    | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬

    রোবটের বিশ্বরেকর্ড!

    রোবট এখন অনেক কিছুই করতে পারে। খেলার মাঠ কিংবা গান গাওয়া সবকিছুই যেন আয়ত্ত করছে রোবট। কোথাও কোথাও নির্মাণ শিল্প কিংবা হাসপাতালেও কাজে লাগানোর মত রোবট আবিষ্কার হয়েছে।
    তবে এবার বিশ্বরেকর্ড গড়ার জন্য নাচল একদল রোবট। অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনটি ঘটেছে চীনের কিংদাও বিয়ার উৎসবে। সেখানে বাদ্যের তালে তালে একদল রোবট নেচেছে বিশ্বরেকর্ড ভাঙার জন্য।
    উচ্চতায় দেড় ফুটের কাছাকাছি, আর সংখ্যায় ১০০৭টি–এই রোবটেরা এক মিনিট ধরে নেচে সম্প্রতি ভেঙ্গেছে গিনেস বিশ্বরেকর্ড।
    একটি মোবাইল ফোনের নির্দেশনায় এক মিনিট ধরে তারা নির্ভুলভাবে নেচেছে। তবে, আয়োজকেরা যত রোবট নিয়ে এসেছিলেন, তাদের সবাই কাজটি ঠিকঠাক শেষ করতে পারেনি।
    নাচার সময় এদের কয়েকজন মাটিতে পড়ে গিয়েছিল, আর কয়েকজন যথাসময়ে শেষ করতে পারেনি কাজ।
    ফলে প্রতিযোগিতায় অযোগ্য ঘোষণা করা হয় সেগুলোকে। কেবলমাত্র ১০০৭টি রোবট ঠিক সময়ে কাজটি শেষ করতে পেরেছে।  আর তাতেই হয়ে গেছে বিশ্বরেকর্ড। বিবিসি ও দ্য টেলিগ্রাফ

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আসছে ‘ফেসবুক টিভি’

    ১৬ ফেব্রুয়ারি ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম