• শিরোনাম

    ফের নকিয়া ফোন আনছে মাইক্রোসফট

    | রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৬

    ফের নকিয়া ফোন আনছে মাইক্রোসফট

    বাজারে বেশ অনেকদিন ধরেই নকিয়া’র উপস্থিতি সেভাবে সাড়া ফেলেনি। মাইক্রোসফট জানিয়েছিল, তাদের ফিচার ফোনের ব্যবসা এফআইএইচ প্রতিষ্ঠানটির হাতে তুলে দেবে। কিন্তু হঠাৎ-ই তারা ঘোষণা দিয়েছে, নতুন নকিয়া ফিচার ফোন নিয়ে আসছেন তারা।

    প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ঘোষণা দেয়ার পর নকিয়া ব্যবহারকারী ক্রেতারাও বেশ উৎসাহিত। সূত্রের খবর, এখনও ফিচার ফোনের ব্যবসা প্রতিষ্ঠানটির আয়ের বেশ খানিকটা ধরে রেখেছে। ফলে আবার বাজারে নকিয়ার ফিচার ফোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

    এই নতুন ফোন ‘নকিয়া ২১৬’ বিকাশমান বাজারে আসবে আগামী মাসেই। বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে প্রায় দুই হাজার ৯০০ টাকা।

    কিন্তু নতুনত্ব কী থাকছে এই ফোনে? এই ফোনে পাওয়া যাবে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। এর ফলে পুরনো ফোনের থেকে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হবে অনেকটাই ভাল। এছাড়া ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরাও থাকছে ফোনে।

    বহু ফিচার সমৃদ্ধ না হলেও বাজারদর অনুযায়ী এই ফোন ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে বলেই মনে করছে মাইক্রোসফট।

    বছরের শুরুতে মনে করা হচ্ছিল এই বছরের শেষের দিকেই ‘ভ্যালিডিটি’ খোয়াবে লুমিয়া। কিন্তু সম্প্রতি এই ফিচার ফোন বাজারে আসায় ফের আশায় বুক বাঁধছেন লুমিয়াভক্তরা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আসছে ‘ফেসবুক টিভি’

    ১৬ ফেব্রুয়ারি ২০১৭

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম