• শিরোনাম

    এ আর রহমান বনাম প্রিতম-আসিফ হট্টগোল: প্রিতম যা বলছেন

    | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

    এ আর রহমান বনাম প্রিতম-আসিফ হট্টগোল: প্রিতম যা বলছেন

    অভিযোগ উঠেছে প্রিতমের লেখা ও সুরে আসিফের গাওয়া ‘তুমি নেই বলে’ গানটির সুর হুবহু নকল করে বলিউডের মুক্তির অপেক্ষায় থাকা ‘ওকে জানু’ সিনেমার ‘তু জো নাহি’ শিরোনামের একটি গান তৈরি করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীতস্রষ্টা এ আর রাহমান।

    ২০০৩ সালে ‘তুমি নেই বলে’ গানটি প্রকাশিত হয়। এ আর রহমানের করা সুরে ‘তু জো নাহি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কেসাব গোস্বামী, কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গত ১১ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়।

    এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত ঢালাও সংবাদের ভূল সংশোধন করে ইত্তেফাক অনলাইনকে প্রিতম বলেন, ‘গানের কথা সুর নকল করে হিন্দীতে গাওয়া হয়েছে এটার প্রমাণ আপনারা গান শুনলেই পাবেন । এ আর রহমানের করা সিনেমাতেই এই গান থাকবে এটা সিনামাটি রিলিজ হবার আগে বলা ঠিক হবে না । এমনকি এ আর রহমান এই বিষয়টি এখনও জানেন কিনা আমি তাও নিশ্চিত নই । শুধু এতটুকু জানি এই গানটির বাংলাদেশের বিক্রিত অর্থের রয়েলিটি ও মালিকানা আমি এখনো পাইনি আর অন্য দেশের কেউ সেই সম্মান বা নাম না দিলে কি এমন ক্ষতি হবে ।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম