• শিরোনাম

    কাজী শুভ ও স্বরলিপির ‘ভালোবাসি অবিরত’

    চিনাইরবার্তা বিনোদন রিপোর্টঃ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭

    কাজী শুভ ও স্বরলিপির ‘ভালোবাসি অবিরত’

    সম্প্রতি ইউটিউবে কাজী শুভ ও স্বরলিপি’র গাওয়া নতুন গান ‘ভালোবাসি অবিরত’ প্রকাশ পেয়েছে। রকিব হোসেনের লেখা, কাজী শুভর সুর করা এবং রাফির সংগীতায়োজনে নতুন এই গানটি এরই মধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে গানটি ইউটিউবে ষাট হাজারেরও বেশি শ্রোতারা শুনেছেন। গানটি যারাই শুনেছেন গানের কথা, সুর এবং শিল্পীদের গায়কীতে মুগ্ধ হয়েছেন সবাই। নিজেদের নতুন গান নিয়ে উচ্ছ্বসিত কাজী শুভ এবং স্বরলিপিও। কাজী শুভ বলেন, ‘গানের কথার মধ্যে নতুনত্ব আছে, আছে ভালোলাগার মতো কিছু শব্দ। যে কারণে এর সুর করতেও আমার ভীষণ ভালো লেগেছে। রাফির সংগীতায়োজনও ছিল বেশ চমৎকার। স্বরলিপি সবসময়ই খুব ভালো গায়। কারণ স্বরলিপি শিখে আসা একজন কণ্ঠশিল্পী। যে কারণে তার গায়কীতে বেশ মুন্সীয়ানা আছে। সবমিলিয়ে ভালোবাসি অবিরত গানটি খুব ভালো হয়েছে।’ স্বরলিপি বলেন, ‘শুভ ভাইয়ের সঙ্গে আমি প্রথম গান করি আমারই প্রথম একক অ্যালবাম নিমন্ত্রণে। তিনি সবসময়ই বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেন। আমার আদরে আদরে গান থেকে শুরু করে তার সঙ্গে যতোগুলো গানই করেছি প্রতিটিই বেশ যতেœ করা ছিল। যে কারণে গান গেয়েও আমি তৃপ্ত ছিলাম। ভালোবাসি অবিরত গানটিও বেশ ভালো হয়েছে। যারাই শুনেছেন তারই গানটির প্রশংসা করেছেন।’ এদিকে পহেলা বৈশাখে ফয়সাল রাব্বিকীনের কথায় এবং কাজী শুভর সুরে, রাফির সংগীতায়োজনে তিন গানের সমন্বয়ে কাজী শুভর একক অ্যালবাম ‘হৃদয়ে তুমি’ বাজারে আসছে। এছাড়া পহেলা বৈশাখে তিনি ঢাকার আশপাশেই স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন। কাজী শুভর একক অ্যালবামগুলো হচ্ছে ‘সাদামাটা’, ‘সাদামাটা-টু’, ‘সাদামাটা-থ্রি’, ‘দাগা’ এবং ‘মায়ার আগুন’। স্বরলিপি তার বাবা করিম শাহাবুদ্দিনের কাছেই গান শিখেছেন। ‘প্রেম প্রেম পাগলামী’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লে-ব্যাক করেন। সর্বশেষ তিনি শামীমুল ইসলাম শামীমের নির্মাণ চলতি চলচ্চিত্র ‘গোলাপতলীর কাজল’ চলচ্চিত্রে কাজী শুভর সঙ্গেই প্লে-ব্যাক করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

  • ফেসবুকে চিনাইরবার্তা.কম